আবার কবে আইবা
এ রাইত্ ডা থাইক্ কা যাও
আমি তো তুমার ঘর করতি চেয়িলাম
কিন্তক্ সব আশা সতীন ঝড়ে লইরাশা
হয়ি গেল
অতচ তুমার লগে পরাণ্ ডা আমার হায় হায়
করি বেড়ায়
এ সব ভাবতে ভাবতে সে ধানের জ্বাল ঠেলে
রাতের স্বপ্নগুলো মেটো চুলোর সন্তান
এক মুঠো গরম কবিতা
শৈশবে সে মায়ের কোল চেনেনি
উলঙ্গ শীতের ছোবল খেয়ে বেঁচে আছে
তুষের জ্বালে ধান ভাপায় ভানাকুটা করে
লোকে বলে চলুতি
একটু একটু করে আগুনের সাথে
সেলাই করে ছেঁড়া ফাটা জীবন
আবার কবে আইবা
ভালোবাসা পুইড়া পুইড়া ছাই হয়
আমাগো, তুমি বেবাক ভুইল্যা গেচ না
No comments:
Post a Comment